Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষা

বাংলাদেশের শিক্ষা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই তিনটি প্রধান ধাপে বিভক্ত রয়েছে। প্রাথমিক শিক্ষার পরিধি ৫ বছর,যা অষ্টম শ্রেণী পর্যন্ত বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন, মাধ্যমিক শিক্ষার পরিধি ৭ বছরকে তিনটি উপধাপে বিভক্ত যথা নিম্নমাধ্যমিক ৩ বছর, মাধ্যমিক ২বছর এবং উচ্চমাধ্যমিক ২ বছর। প্রাথমিকে প্রবেশের বয়স ৬ বছর, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের বয়স যথাক্রমে ১১-১৩, ১৪-১৫ এবং ১৬-১৭ বছর। ডিগ্রী পর্যায়ের সাধারণ শিক্ষা, কারিগরি, প্রকৌশলী, কৃষি, ব্যবসায় শিক্ষাকে উচ্চ মাধ্যমিক অনুসরণ করা হয় এবং মাস্টার্স পর্যায়ের চিকিংসা শিক্ষা ৫-৬ বছর।
 
সাধারণ শিক্ষায় উচ্চ মাধ্যমিককে অনুসৃত কলেজ/বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা পাস/অনার্স ডিগ্রী কোর্স (৪ বছর) দিয়ে শুরু হয়। মাস্টার্স কোর্স ডিগ্রী অনার্স ডিগ্রী প্রাপ্তদের জন্য ০১ বছর এবং ডিগ্রী পাস শিক্ষার্থীদের জন্য ০২ বছর। এছাড়া কারিগরির আওতায় উচ্চ শিক্ষা, উচ্চ মাধ্যমিকের পর থেকে শুরু হয়। প্রকৌশলী, ব্যবসা, চিকিৎসা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রধান ক্ষেত্র। চিকিৎসা শিক্ষা ছাড়া প্রতিটি কোর্স ৫ বছর।


Different Streams in Education
Primary level education is provided under two major institutional arrangements (stream)-general and madrasha, while secondary education has three major streams: general, technical-vocational and madrasha. Higher education, likewise, has 3 streams: general (inclusive of pure and applied science, arts, business and social science), madrasha and technology education. Technology education in its turn includes agriculture, engineering, medical, textile, leather technology and ICT. Madrashas (Arabic for educational institution), functional parallel to the three major stages, have similar core courses as in the general stream (primary, secondary and post-secondary) but have additional emphasis on religious studies.

Belghor South Union Parishad