আজ প্রতি কেজী চাউল ১০ টাকা মূল্যে বিতরন করছেন ১৪ নং বেলঘর দক্ষিণের সন্মানিত চেয়ারম্যান জনাব আবদুল মান্নান সাহেব। ইউনিয়নের প্রায় ৪২৬টি পরিবারের মধ্যো এই চাউল বিতরন কার্যক্রম চলবে।
খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ক্ষেত্রে ডিলারদের কাছে ওই চাল সাড়ে আট টাকা কেজি দরে দেওয়া হবে। তাঁরা হতদরিদ্রদের কার্ডের ভিত্তিতে ১০ টাকা কেজি দরে চাল দেবেন। এ জন্য সাড়ে সাত লাখ টন চাল বণ্টন করা হবে। আর এতে সরকারকে অতিরিক্ত ২ হাজার ১৩৭ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই পাঁচ মাস চালের দাম কিছুটা বেশি থাকে। তাই এই সময়ে হতদরিদ্রদের কম দামে চাল দেওয়া হবে। এ ক্ষেত্রে বিধবা ও প্রতিবন্ধী নারীদের প্রাধান্য দেওয়া হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS